Published On: Sat, Jul 6th, 2013

মহাজোটকেই ঠিক করতে হবে পরাজিত হবেন নাকি মৃত্যুবরণ করবেন – বঙ্গবীর

Share This
Tags

273গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি করলে সরকারের সহসাই মৃত্যু হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার দুদিনের ব্যক্তিগত সফরে তিনি চাঁপাইনবাবগঞ্জ আসেন।

কাদের সিদ্দিকী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মহাজোটের প্রার্থী ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হবেন। এখন মহাজোটকেই ঠিক করতে হবে তারা পরাজিত হবেন নাকি মৃত্যুবরণ করবেন।

কাদের সিদ্দিকী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। কিন্তু আওয়ামী লীগে ১ হাজার বছর অপেক্ষা করলেও নেতৃত্ব পেতাম না। এখন আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনার হাতে। এরপর যাবে তার সন্তানের হাতে। তারপর যাবে তার সন্তানের হাতে।

Leave a comment

You must be Logged in to post comment.