মর্মান্তিক ফেরি দুর্ঘটনায় সুদানে নিহত ২০০
দক্ষিণ সুদানে মর্মান্তিক ফেরি দুর্ঘটনায় অন্তত ২০০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। মঙ্গলবার নাইল নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে সেনা মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।
সেনা মুখপাত্র জানান, সহিংসতা থেকে পালানোর সময় অতিরিক্তি যাত্রী বোঝাই হওয়াতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২০০ থেকে ৩০০ হতে পারে। নিহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। মুখপাত্র জানান, তারা সবাই ডুবে মারা গেছে। মালাকালে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বেসামরিক লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল।
দক্ষিণ সুদানে ১৫ ডিসেম্বর থেকেই সংঘর্ষ চলছে। এর মধ্যে মালাকাল দুই বার দখল-পুনর্দখল হয়েছে। জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ সুদানে ১০ থেকে ১৯ হাজার লোক আশ্রয়হীন অবস্থায় আছে।
সেনা মুখপাত্র জানান, সহিংসতা থেকে পালানোর সময় অতিরিক্তি যাত্রী বোঝাই হওয়াতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২০০ থেকে ৩০০ হতে পারে। নিহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। মুখপাত্র জানান, তারা সবাই ডুবে মারা গেছে। মালাকালে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বেসামরিক লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল।
দক্ষিণ সুদানে ১৫ ডিসেম্বর থেকেই সংঘর্ষ চলছে। এর মধ্যে মালাকাল দুই বার দখল-পুনর্দখল হয়েছে। জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ সুদানে ১০ থেকে ১৯ হাজার লোক আশ্রয়হীন অবস্থায় আছে।