Published On: Mon, May 11th, 2015

মন্ত্রিসভায় সংবর্ধনার প্রস্তাব তিন কন্যাকে

Share This
Tags

image_220648.9

ব্রিটেনের সাধারণ নির্বাচনে তিন বাঙালি কন্যা- রুশনারা, টিউলিপ ও রুপা এমপি নির্বাচিত হওয়ায় তাদেরকে দেশে এনে সংবর্ধনা দেয়ার প্রস্তাব করেছে মন্ত্রিসভার কয়েকজন সিনিয়র সদস্য। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বেঠকে এক অনির্ধারিত আলোচনায় তারা এ প্রস্তাব করেন। সচিবালয়ের একটি বিশ্বস্থ সূত্র এ খবর জানিয়েছে। মন্ত্রীরা বলেন, নারীর ক্ষমতায়ন হয়েছে, এটা আমাদের গৌরব। জাতির পিতার নাতনি ব্রিটেনে এমপি হয়েছেন এটাও আমাদের জন্য অনেক গৌরবের।

প্রসঙ্গত, গত ৭ মে ব্রিটেনের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারী- রূপা আশা হক, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী ও রুশনারা আলী। তারা প্রত্যেকেই লেবার পার্টি থেকে র্বাচিত এমপি। এর মধে টিউলিপ সিদ্দিকী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

Leave a comment

You must be Logged in to post comment.