Published On: Wed, Oct 2nd, 2013

ভয়াবহ বেকারত্বের আশঙ্কা যুক্তরাষ্ট্রে

Share This
Tags

fযুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকানদের মধ্যে মতানৈক্যের কারণে দেশটির সেবা খাতের অবস্থা নাজুক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার ফলে বিশ্লেষকরা দেশটিতে ভয়াবহ বেকারত্বের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন।

ধারণা করা হচ্ছে, সরকারি বরাদ্দ পাওয়া না গেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় পার্ক, পরিবেশ, মানবাধিকার সংস্থা, মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। তবে সামরিক বাহিনী ও পুলিশের মতো নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না।

তবে এতে করে যুক্তরাষ্ট্রের সারা দেশ ব্যাপী বিভিন্ন সরকারি বিভাগ, দপ্তর ও খাতে কমপক্ষে ৮ লক্ষ কর্মকর্তা কর্মচারী ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সতর্ক বার্তা দিয়েছে।

এদিকে এ ঘটনায় দ. কোরিয়ায় সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মার্কিন কংগ্রেসে সরকার ও বিরোধীদল যদি একমত না হয়, তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ অন্তত ৪ লক্ষ কর্মকর্তা কর্মচারী শূন্য হয়ে পড়বে।

তবে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সংকট কাটিয়ে উঠা যাবে বলে আশা প্রকাশ করেছেন।

 

Leave a comment

You must be Logged in to post comment.