Published On: Sat, Jul 6th, 2013

ভোট দিতে পারলেন না ফাতেমা

Share This
Tags

61520_aponiফাতেমা। স্বামী মোহাম্মদ আলী। ভোটার আইডি নম্বর ৩৩২৩০০৩১২৪০৯৯। বাড়ি উত্তর বিলাসপুর। তিনি বেলা দেড়টার দিকে জয়দেবপুরের মুন্সীপাড়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার ১৫৫ নম্বর কেন্দ্রে গিয়ে দেখেন, তার ভোট আগেই দেয়া হয়ে গেছে। এব্যাপারে পোলিং এজেন্ট সুমনা আফরোজ পপি বলেন, আমি ফাতেমাকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি আমারদের বাসায় কাজ করতেন। কিন্তু তিনি ভোটার আইডি কার্ড নিয়েও ভোট দিতে পারেননি। এ ব্যাপারে পোলিং অফিসার আবদুস সালাম বলেন, ঘটনাটি আনাকাক্সিক্ষত। এই নামে যিনি ভোট দিয়েছেন তিনি একটি স্লিপ নিয়ে এসেছিলেন। এসময় তার স্লিপ যাচাই করার সময় কোন পোলিং এজেন্ট তার বিরুদ্ধে অভিযোগ করেননি। এসময় গোয়েন্দা সংস্থার দুজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে এ ব্যাপারে নিরুৎসাহিত করেন। তারা বলেন, এটা কোন বিষয় না। এর আগে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

Leave a comment

You must be Logged in to post comment.