ভারতের বিপক্ষে বাংলাদেশের হার
পাকিস্তানকে ক’দিন আগে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার ভারতের বিপক্ষে সেই সালমারাই ধবলধোলাইয়ের শিকার। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল সিরিজের দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪৫ বল বাকি থাকতে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ভারতীয় মিডিয়াম পেসার ঝুলন গোস্বামী ও লেগস্পিনার পুনম যাদবের সামনে নুয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর স্বাগতিকরা পরিণত হয় ১৯/৪ এ। ২৩ রানের জুটিতে ফারজানা ও নুজহাত কিছুটা প্রতিরোধ গড়লেও ২০ ওভারে ৬৫ রানে থেমে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস। জবাবে ৮ম ওভারেই উদ্বোধনী জুটিতে ৪৫ রান তুলে নেয় সফরকারীরা। শেষটা অবশ্য করেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া ঝুলন গোস্বামী।
বাংলাদেশ মহিলা দল : ৬৫/৯, ২০ ওভার (ফারজানা ১৮, নুজহাত ১১, পান্না ১১ অপ., আয়েশা ১০, পুনম ২/৯, ঝুলন ২/১৫)। ভারত মহিলা দল : ৬৬/২, ১২.৩ ওভার (মেহতা ২৩, ঝুলন ১৮ অপ, পান্ডে ১৬, পান্না ১/৬, রুমানা ১/২২)।
ফল : ভারত মহিলা দল ৮ উইকেটে জয়ী।
সিরিজ : ২ ম্যাচের সিরিজে ভারত ২-০ তে জয়ী। ম্যাচ সেরা : ঝুলন গোস্বামী (ভারত)।
বাংলাদেশ মহিলা দল : ৬৫/৯, ২০ ওভার (ফারজানা ১৮, নুজহাত ১১, পান্না ১১ অপ., আয়েশা ১০, পুনম ২/৯, ঝুলন ২/১৫)। ভারত মহিলা দল : ৬৬/২, ১২.৩ ওভার (মেহতা ২৩, ঝুলন ১৮ অপ, পান্ডে ১৬, পান্না ১/৬, রুমানা ১/২২)।
ফল : ভারত মহিলা দল ৮ উইকেটে জয়ী।
সিরিজ : ২ ম্যাচের সিরিজে ভারত ২-০ তে জয়ী। ম্যাচ সেরা : ঝুলন গোস্বামী (ভারত)।