Published On: Sat, Mar 22nd, 2014

ব্রেন ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) উদ্ভাবিত সুপার কম্পিউটার ওয়াটসন

Share This
Tags

IBM  বিবিসি এক প্রতিবেদনে  জানিয়েছে, ওয়াটসন মস্তিষ্কে টিউমার বা ক্যান্সার আক্রান্ত রোগীদের রোগ নির্ণয়ে ও দ্রুতগতি এনে দিয়েছে। এ সম্পর্কে আইবিএমএর গ্লোবাল টেকনোলজি অ্যান্ড এনালিটিকস ভাইস-প্রেসিডেন্ট স্টিফেন হারভে বলেন, “আগে যেসব পরীক্ষা-নিরীক্ষা করতে তিনদিন থেকে তিনমাস লাগত এখন তা করতে তিন মিনিটেরও কম সময় লাগে।”

নিউ ইয়র্ক জিনোম সেন্টারের প্রেসিডেন্ট রবার্ট ডারনিল বলেন, “গত দশ বছরে ক্যান্সার রোগের চিকিৎসায় অসাধারণ অগ্রগতি হয়েছে।”

এ প্রকল্প ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় আরও উন্নতি সাধন করবে বলে তিনি জানান।

আইবিএম রিসার্চ ডিরেক্টর জন ই কেলি বলেন, “আগে ক্যান্সার সম্পর্কে যেসব তথ্য জানতে মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হত, ওয়াটসন তা সেকেন্ডের মধ্যে করতে সক্ষম। ওয়াটসনের মাধ্যমে রোগীর চিকিৎসাবিষয়ক ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা। এতে তা মানুষের ভাষাও বুঝতে পারবে।

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোয়ান-কেটারিং ক্যান্সার সেন্টারে পাকস্থলির ক্যান্সার রোগের চিকিৎসায় ওয়াসটন ব্যবহার শুরু হয়েছে।

ডেস্ক রিপোর্ট  –রিয়াদ মাহমুদ

Leave a comment

You must be Logged in to post comment.