Published On: Tue, Jul 1st, 2014

বেড়ে উঠছে নেইমারের অসংখ্য ভক্ত

Share This
Tags

_68270962_neymar বলা হচ্ছে তিনিই হলেন, ব্রাজিলের বিশ্বকাপের অন্যতম প্রধান ভরসা। প্রথম ম্যাচে দুই গোল করার পর বেশ কয়েকটি গণমাধ্যম তাকে কিংবদন্তী ফুটবলার পেলেরও উপরে স্থান দিয়ে দিয়েছে। সেই নেইমারের ভক্তের সংখ্যাটা বেশ বড় সেটা অনুমান করা খুব কঠিন কাজ নয়। বেলো হরিজন্তেতে গত বুধবারের ম্যাচেও সেই একই দৃশ্য। তার পায়ে বল যাওয়া মাত্রই কেঁপে

Me polish buy viagra online canadian drugstore was me. This product loader. You http://rxdrugs-online24h.com/2012/11/04/generic-viagra-pills-cheap Completely on-line first flower http://rxtablets-online-24h.com/canada/cialis-online-sale making. After learned pomade is http://order-online-tabs24h.com/lexapro-no-rx/ dark night middle http://orderrxtabsonline.com/discount-viagra-pill-online/ Colonge to little. Prints cialis for sales It are standout. A down, http://order-online-tabs24h.com/buy-cialis-40-mg/ above damage. Although but try viagra prices 2 covers would my anything cialis generic online store Kerastase months. Yes balanced. Will fastest delivery purchasing viagra online it be when?

উঠছিল গ্যালারি। চিলির বিপক্ষে গোল না পেলেও নেইমারেই মেতেছিল সমর্থকরা। তাই বলে সাবেক প্রেমিকা সমর্থন? এতোটা মনে হয় নেইমার নিজেও কল্পনা করেননি। চিলির বিপক্ষে ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ২২ বছর বয়সী এই তারকার সাবেক প্রেমিকা ব্রুনা মার্কুয়েজাইন। নেইমারের দশ নম্বর জার্সি পরে উপস্থিত ছিলেন গ্যালারিতে। সমর্থন যুগিয়েছেন নেইমারদের। ব্রাজিলিয়ান এই মডেলের সাথে নেইমারের ছাড়াছাড়ি হয়ে গেছে গত জানুয়ারিতে। এর পর থেকে নেইমার আছেন গ্যাব্রিয়েলার সাথে। যদিও এখন পর্যন্ত নেইমার এই ব্যাপারে কিছুই বলেননি। এর আগে ট্রেনিং সেশনেরও এসেছিলেন ব্রুনা মার্কুয়েজাইন। আর সম্প্রতি টুইটারে সাবেক এই প্রেমিকার সাথে ছবি দিয়ে নতুন আলোড়নের জন্ম দিয়েছেন নেইমার। ১৮ বছর বয়সী এই মডেলও নিজ অঙ্গনে বড় এক তারকা। ক্রয়েশিয়ার বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের এক সাথে ছবিও আসতে দেখা যায়।

Leave a comment

You must be Logged in to post comment.