Published On: Fri, May 29th, 2015

বেসিস পুরস্কার দেবে ফ্রিল্যান্স্যারদের

Share This
Tags

basis-outsourcing-2015

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’। সম্ভাবনাময় আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত কোম্পানি, একক ফ্রিল্যান্সার, নারী ফ্রিল্যান্সার ও জেলাভিত্তিক ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড দেবে বেসিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০১৫ এর আহ্বায়ক ও বেসিসের কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ ও ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, নির্বাহী পরিচালক সামি আহমেদ।

শামীম আহসান বলেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই পেশায় জনবল বাড়াতে সহায়তা করবে এবং তাদের আয় দেশের অর্থনীতিতে বিশেষ মাত্রা যোগ করবে। এর মাধ্যমে ২০৪১ সাল নয়, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। শাহ ইমরাউল কায়ীশ আউটসোর্সিং অ্যাওয়ার্ডের বিগত বছরগুলোর অর্জন ও বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০১৫ এর পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ২০১১ সাল থেকে বেসিস ফ্রিল্যান্সারদের উৎসাহিত করার জন্য এবং তরুণদের অনলাইন আউটসোর্সিংয়ে আগ্রহী করার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। গত বছরের মত এবারও ১০০টি অ্যাওয়ার্ড দেওয়া হবে। আউটসোর্সিংকে সারাদেশে ছড়িয়ে দিতে ৬৪টি জেলা থেকে সেরা ৬৪জন ফ্রিল্যান্সার তথা আইটি উদ্যোক্তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ ছাড়াও ৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে (ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এসইও ও অনলাইন মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন ব্লগিং, মোবাইল অ্যাপস) ৩ জন করে সর্বমোট ১৮ জনকে ব্যক্তিগত ক্যাটাগরিতে এবং ৩ জনকে নারী ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ১৫টি কোম্পানি আউটসোর্সিং খাতে বিশেষ অবদানের জন্য বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পাবে। মো. আরফান আলী বলেন, অনলাইন আউটসোর্সিংয়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড প্রদানের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত। আগামীতেও এ কর্মযজ্ঞের সঙ্গে আমরা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকব। এবারের আয়োজনে সহযোগিতায় রয়েছে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) ও বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। প্লাটিনাম স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করছে ব্যাংক এশিয়া এবং অনলাইন মানি ট্রান্সফার সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান পেওনিয়ার। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করছে দেশের শীর্ষ চাকরি বিষয়ক ওয়েব পোর্টাল বিডিজবস ডটকম। আগ্রহীরা বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.outsourcingaward.basis.org.bd থেকে নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার থেকে নিবন্ধন শুরু হবে। চলবে ২০ জুন পর্যন্ত।

Leave a comment

You must be Logged in to post comment.