Published On: Sun, Jun 23rd, 2013

বৃষ্টির হানায় খেলা বন্ধ

Share This
Tags

image_49596রিজওয়ান করিম :

চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল

ইংল্যান্ডের এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার হাইভোল্টেজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি শুরুর আগে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। টস হওয়ার পরই বৃষ্টি আসায় খেলা বন্ধ রয়েছে।

আজকের ম্যাচের আগে দুই দলই দাপটের সঙ্গে ফাইনালে উঠেছে। ভারত এবারের আসরে চারটি ম্যাচে অংশ নিয়ে চারটিতেই জয়লাভ করে। ব্যাটিং তা-বে কোন দলই ঠিকমতো তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। দলের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান এই টুর্নামেন্টে অবিশ্বাস্য ব্যাটিং করছেন। চারটি ম্যাচের মধ্যে দুটিতেই সেঞ্চুরি এবং একটিতে হাফ সেঞ্চুরি করেছেন। অন্য ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪৮ রান। এছাড়া তাদের অন্য ব্যাটসম্যানেরাও আছেন ফর্মের তুঙ্গে। আগে ব্যাট করলেই ভারতের রান ৩০০ ছাড়ানো যেন চিরাচরিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডও রয়েছেন ফর্মের তুঙ্গে। বিশেষ করে অধিনায়ক অ্যালিস্টার কুক ও  জনাথন ট্রট অত্যন্ত ফর্মে আছেন। তাছাড়া ইয়ান বেল, রুট ও মরগানের মতো খেলোয়াড় রয়েছেন। শেষ দিকে রয়েছেন রবি বোপারার মতো টর্নেডো ব্যাটসম্যান। যারা যে কোন মুহুর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সব মিলিয়ে বলা যায় দুই দলের মধ্যে আজকের ম্যাচটি হবে অন্যন্ত জমজমাট।

আজকের ম্যাচের দুই দলের একাদশ:
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা, বিনয় কুমার।
ইংল্যান্ড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, জনাথন ট্রট, রুট, মরগান, রবি বোপারা, ব্রেসনেন, স্টুয়ার্ট ব্রড, জেমস ট্রেডওয়েল, জেমস এন্ডারসন।

Leave a comment

You must be Logged in to post comment.