বৃষ্টিতে আর যানজটে বিপাকে নগরবাসী!!
অবিরাম বৃষ্টি ঝরছে দেশজুড়ে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবারের বর্ষা মৌসুমে রাজধানীতে এটি ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত।এদিকে এই বৃষ্টির মধ্যে অফিসগামী লোকজনকে কর্মস্থলে যেতে বেশ দুর্ভোগ পোহাতে হয়। এমনকি রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।রাস্তায় জলাবদ্ধতার কারণে যানবাহন নিয়ে বিপাকে পড়েছে নগরবাসী। বৃষ্টির কারণে আজ বেশির ভাগ রাস্তাতেই নেমেছে রিকশা। রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িগুলো খুব ধীর গতিতে চলছে। তাই মিরপুর থেকে নিউমার্কেটের রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।আড়ং মোড়ের সামনের রাস্তায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় ওই সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা কোনো রিকশাও চলাচল করছে না। তাই বাধ্য হয়ে তাঁকে হেঁটে পানি পার হয়ে সাংসদদের ভবনের সামনে আসতে হয়েছে। বসুন্ধরার পেছনের ফটকের কাছে কোমর সমান পানি। বৃষ্টির পানির সঙ্গে আশপাশের নালার পানি মিশে একাকার।