বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে
বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি। আগামী ১৭ ডিসেম্বর বরাবরের মতো ঢাকা ভ্রমণে আসছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ট্রফি।
ঢাকা পৌঁছানোর পরের দিন ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের দেখার জন্য উন্মুক্ত করা হবে এই ট্রফি।
১৭ ও ১৮ ডিসেম্বর ঢাকা ভ্রমণ শেষে ১৯ তারিখ বাংলাদেশ থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হবে নেপাল। তারপর নেপাল থেকে ভূটান হয়ে ভারত ঘুরে ট্রফিটি যাবে থাইল্যান্ড।
ট্রফিটির ঢাকা ভ্রমণকালে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। খুব সম্ভবত ১৮ ডিসেম্বর হবে সেই অনুষ্ঠান।
এর আগে ২০০১ সালেও ঢাকায় এসেছিল ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপের ট্রফি। তবে সেটি ছিল রেপ্লিকা। যদিও সেটিকেই মূল ট্রফি দাবি করে বাফুফের সে সময়ের কর্মকর্তারা হইচই ফেলে দিয়েছিলেন। তবে এবার রেপ্লিকা নয়, মূল ট্রফিই আসবে বলে জানা গেছে।
বাংলাদেশের দর্শকদের জন্য মাঠে বসে খেলা দেখা বিরল ব্যাপার হলেও ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের ট্রফিটি দেখার সুযোগ মিলছে ডিসেম্বরেই। দেশের ফুটবলপ্রেমীদের জন্য বেশ আনন্দের খবরই বলতে হবে এটিকে!