বিদায় সাংবাদিক এবিএম মূসা
দেশের প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসা আর নেই ।বুধবার দুপুর সোয়া ১টায় সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রবীণ সাংবাদিক এবিএম মূসার জীবনাবসান হয়। মৃত্যুকালে এবিএম মূসার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী সেতারা মূসা, এক ছেলে ডা. নাসিম মূসা এবং তিন মেয়ে শারমীন মুসা, মরিয়ম সুলতানা ও পারভীন সুলতানা ঝুমাসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
এবিএম মূসা সোমবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ব্লাড ক্যান্সারের মতো রোগ মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিন মধ্যরাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. বরুণ চক্রবর্তী সাংবাদিক মূসাকে তাঁর তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। প্রবীণ এ সাংবাদিককে বাঁচিয়ে রাখতে সব ধরনের চেষ্টাই করে যাচ্ছিলেন তাঁর নেতৃত্বাধীন বিশেষ টিম।
একজন সমাজ সচেতন স্পষ্টভাষী সাংবাদিক হিসেবে এবিএ মূসা যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।