Published On: Fri, Jun 27th, 2014

বিদায় রোনালদোর পর্তুগালের

Share This
Tags

ronaldo

ঘানার গোলপোস্ট লক্ষ্য করে একের পর এক শট নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দু-একটি শট চলে গেছে গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে। বেশ কয়েকটি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন ঘানার গোলরক্ষক ফাতায়ু দাউদা। শেষপর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে অবশ্য মাঠ ছাড়তে হয়নি পর্তুগিজ তারকাকে। ৮০ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলটি পেয়ে গেছেন। কিন্তু গোল করার পরও কোনো উচ্ছাস দেখা যায়নি রোনালদোর মধ্যে। ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতার পরও উল্লাস করতে দেখা যায়নি পর্তুগালের খেলোয়াড়দের। জিতেও যে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো পর্তুগিজদের।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানের হারটাই শেষপর্যন্ত কাল হলো পর্তুগালের। ‘জি’ গ্রুপের অপর ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে গেল যুক্তরাষ্ট্র। আর জার্মানি দ্বিতীয় রাউন্ডে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।

Leave a comment

You must be Logged in to post comment.