Published On: Wed, Apr 2nd, 2014

বিচ্ছেদ হচ্ছে মোনালিসার

Share This
Tags

Bangladeshi-Model-Monalisa-28-255x300২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী মোনালিসা। একই বছরের ম্যাজিক ডে ১২.১২.১২-তে রাজধানীর একটি রেস্তোরাঁয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

কিন্তু বিয়ের পর পরই সংসারে শুরু হয় অশান্তি। খুব স্বল্প সময়ের মধ্যে তাদের মধ্যে শুরু হয় ভুল বোঝাবুঝির। একসময় সেটা অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় গেল বছরই সিদ্ধান্ত হয় বিচ্ছেদের। মূলত স্ত্রীর প্রতি ফাইয়াজের আস্থাহীনতাই বিচ্ছেদের মতো বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে গেল বছর আমেরিকা থেকে দেশে বেড়াতে আসা মোনালিসা বলেছিলেন।

সম্প্রতি মোনালিসার ঘনিষ্ট একটি সূত্রে জানা যায়, তিনি এবছরই আমেরিকা থেকে দেশে ফিরছেন। পাশাপাশি ফাইয়াজের সাথে সবরকম সম্পর্ক চুকিয়েই ফিরবেন।

সূত্র আরো জানায়,  জুন মাসেই মোনালিসার সাথে ফাইয়াজের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হবে।

উল্লেখ্য, গত বছর দেশে ফিরে মোনালিসা ‘সিকান্দার বক্স’ নামে একটি নাটকে অভিনয় করেন। আর ফাইয়াজের সাথে বিচ্ছেদের পর দেশে ফিরেই ফের মিডিয়ায় ব্যস্ত হবেন বলে সে সময়ই জানিয়ে গেছেন মোনালিসা।

Leave a comment

You must be Logged in to post comment.