বিক্ষোভের মুখে দিলশানরা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিলকরত্নে দিলশান। তখন মাঠের মধ্যে বিক্ষোভের মুখে পড়লেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বৃহস্পতিবার কার্ডিফের মাঠে এ ঘটনা ঘটে।
খেলার চলাকালে এক দর্শক প্ল্যাকার্ড হাতে মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীরা দর্শকটিকে ধাওয়া করে পিচের সামনে ঝাঁপিয়ে পড়ে কোনোরকমে পাকড়াও করেন। চোখের সামনে এমন ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়েছিলেন দিলশান। বিক্ষোভকারীর হাতে প্ল্যাকার্ডটিতে লেখা ছিলো, ‘৪০ হাজার কমনওয়েলথ নাগরিককে হত্যা করেছে রাজাপক্ষ।’
মাঠের বাইরে বিক্ষোভ চলছিলো সকাল থেকেই। প্রায় ৩০০ তামিল বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। তারা রাজাপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। শ্রীলঙ্কার ম্যাচ দেখতে তাদের টিকিট কাটার সুযোগ দেয়নি উদ্যোক্তারা। এমন অভিযোগও শোনা যাচ্ছে।
শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে এলটিটিই জঙ্গী দমনের নামে হাজার হাজার তামিল জনতাকে হত্যার অভিযোগ উঠেছিল। এই ঘটনার তদন্তের জন্য জাতিপুঞ্জে ভোটদানও হয়েছিলো। যেখানে ভারত তদন্তের পক্ষে ভোট দিয়েছিলো।