Published On: Wed, Jun 12th, 2013

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান এ সমাবেশের অনুমতি পেল

Share This
Tags

bnpঅবশেষে বুধবারের সমাবেশের জন্য অনুমতি পেয়েছে বিএনপি। তবে নয়াপল্টনে নয় সমাবেশ করতে হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বিএনপির ঢাকা মহানগরীর সদস্য সচিব আব্দুস সালাম এ তথ্য জানান।

তিনি জানান, আবেদন সাপেক্ষে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দিয়েছে।

এর আগে সকালে বিএনপি সমাবেশের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতির জন্য আবেদন করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের কথা বলার মাস খানেক পর বুধবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, কালকের সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি দেবে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সব মামলা প্রত্যাহারের দাবিতে এসব কর্মসূচি দেয়া হবে।

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এক ঘোষণার পর গত এক মাসে কোনো সমাবেশ করেনি বিএনপি। এমনকি কোনো সমাবেশের অনুমতিও চাওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এক মাসের নিষেধাজ্ঞার কথা বললেও আনুষ্ঠানিকভাবে কোনো সময়সীমার ঘোষণা দেয়া হয়নি।

Leave a comment

You must be Logged in to post comment.