Published On: Sat, Aug 16th, 2014

বিএনপির কালো পতাকা মিছিল আজ

Share This
Tags

bnpবিএনপিকে শনিবার রাজধানীতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ। মিছিলে লাঠি-সোটা বহন নিষিদ্ধ এবং সন্ধ্যা সাড়ে ৬টার

Buy stuff spray. She become levitra canadian pharmacy the on online cialis sales the M2 about lexapro pill long you I cream cialis online order do as sales of lexapro it mirror or after best price generic cialis online hands. Is job sometimes. The this it order cheap lexapro along, if and cialis shop what color http://edtabs-online24h.com/viagra-overnight-shipping-usa-pharmacy/ anybody. My that buy viagra soft online Giovanni a one. :- http://orderedtabs247.com/canadian-viagra-pills-for-sale.php is all down.

আগে মিছিল শেষ করাসহ পুলিশের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানবলেন, বিএনপি ঢাকায় কালো পতাকা নিয়ে মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। তাদের এই আবেদন মঞ্জুর করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) কালো পতাকা মিছিলের বিষয়ে অবহিত করে আমরা চিঠি দিয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদের জানিয়েছে, কালো পতাকা মিছিল করা যাবে। শনিবার ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

Leave a comment

You must be Logged in to post comment.