বরিশালে যাত্রী বাহি বাস নদীতে পড়ে গিয়ে নিখোঁজ ৩০ জন
জেলার বাকেরগঞ্জে বুধবার বিকেলে পাণ্ডব নদী পারাপারের জন্য ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ৩০ যাত্রী।স্থানীয়রা জানান, সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ‘মায়ের আঁচল’ নামে একটি বাস যাত্রী নিয়ে বাকেরগঞ্জের ডিসি ঘাটের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে পাণ্ডব নদী পার হওয়ার জন্য ‘গোমা প্রান্তর’ ফেরিতে উঠতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসে ৩৬ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ছয় জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, বাকি ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন।বরিশাল ও বাকেরগঞ্জ থেকে পুলিশ এবং দমকলের ডুবুরিরা এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।