বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন
চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে এক কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ২৯ আহত হয়েছেন। নিহতরা হলেন- কলেজ ছাত্র সাদের আলী (২৪) সাইদুর রহমান (২৬) ও কৃষক মান্দার আলী। শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে।
সকাল থেকেই মুষলধারে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের আবুল হাশেমের ছেলে সাদের আলী (২৪) ও কুশোডাঙ্গা গ্রামের আলী কদরের ছেলে সাইদুর রহমান (২৬) নিহত হয়।
এছাড়া বজ্রপাতে উপজেলার তেতুলিয়া, আশপাড়া ও কুশোডাঙ্গা গ্রামের নারী-পুরুষসহ অন্তত ২৬ জন আহত হয়। তাদের জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের লেদু মিয়ার ছেলে কৃষক মান্দার আলী ও তার দুটি হালের বলদসহ বজ্রপাতে নিহত হয়।