Published On: Sat, Jun 22nd, 2013

ফ্রি ফেসবুক শুধুমাত্র এয়ারটেল গ্রাহকদের জন্য !!

Share This
Tags

image_49046বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল বাংলাদেশের গ্রাহকদের জন্য চালু করেছে একটি বিশেষ ইন্টারনেট ভিত্তিক সার্ভিস। এয়ারটেল গ্রাহকরা এখন তাদের মোবাইল ডিভাইস থেকে বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন। ফলে তারা আরও দ্রুততর এবং সাশ্রয়ীভাবে যেকোনো জায়গা থেকে তাদের প্রিয়জন এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিনামূল্যে ফেসবুক ব্যবহারের জন্য এয়ারটেল গ্রাহকদেরকে তাদের মোবাইল ডিভাইস থেকে লগ ইন করতে হবে 0.facebook.com লিংকটিতে। 0.facebook.com এ সাধারণ মোবাইল সাইট m.facebook.com এর সকল প্রাথমিক বৈশিষ্ট্য এতে আছে। গ্রাহকরা সাধারণ ফেসবুক ব্যবহারের মতোই এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট  করতে পারবেন। নিউজ ফিড দেখতে পারবেন, পোস্ট লাইক বা কমেন্ট করতে পাবেন। মেসেজ পাঠাতে  বা গ্রহণ করতেও অসুবিধা হবে না। বন্ধুদের ওয়ালে লেখাও যাবে আগের মত।
এয়ারটেল গ্রাহকরা কোন প্রকার চার্জ ছাড়াই 0.facebook.com ব্যবহার করতে পারবেন। নিজেদের মোবাইল ডিভাইস থেকে গ্রাহকরা যদি ক্লিক করে কোনো ছবি দেখতে চান কিংবা অন্য কোনো মোবাইল সাইট ব্রাউজ করতে চান শুধুমাত্র তখনই নির্ধারিত ডাটা চার্জ প্রযোজ্য হবে।
বিস্তারিত অনুসন্ধানের জন্য লগইন করুন-www.bd.airtel.com

Leave a comment

You must be Logged in to post comment.