ফৌজদারি আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী
মামলাজট ও বিচারের বিলম্ব নিরসনে ফৌজদারি কার্যবিধি আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধের ধরন বদলে গেছে। তাই বিচার ব্যবস্থায় অনেক পরিবর্তন দরকার।
আইনমন্ত্রী বলেন, সামান্য বিষয়গুলো থানায় নথিভুক্ত না করে পুলিশ চাইলে উভয়পক্ষকে নিয়ে সমাধান করতে পারে। এ ক্ষেত্রে ফৌজদারি মামলার সৃষ্টি হয় না। একইভাবে নারী ও শিশু নির্যাতন এবং চেক ডিজঅনার মামলা মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে অপরাধের ধরন বদলে গেছে। তাই বিচার ব্যবস্থায় অনেক পরিবর্তন দরকার। আর পরিবর্তনের জন্য ফৌজদারি কার্যবিধি পরিবর্তন করা হচ্ছে।
অনুষ্ঠানে, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিদেশের তুলনায় আমাদের দেশে শতকরা ৮০ ভাগ মামলার আসামি খালাস পেয়ে যান। অর্থাৎ ৮০ ভাগ মামলাই মিথ্যা। নারী নির্যাতন ও যৌতুকের মামলা ৯৯ ভাগই মিথ্যা বলেও জানান তিনি।
তিনি বলেন, বিদেশের শতকারা ১০০ ভাগ মামলায় সাজা হয়। অন্যদিকে আমাদের দেশে শতকারা ২০ ভাগ মামলার আসামির সাজা হয়। মিথ্যা মামলার কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন সচিব আবু সালেহ মোহাম্মদ শেখ জহিরুল হক প্রমুখ।