ফেসবুক স্ট্যাটাসকে স্ট্যাটাস দিল
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর তা আর এডিট করার সুযোগ ছিল না এতদিন। ফলে ডিলিট ছাড়া উপায় থাকতো না কখনো কখনো। সেই ভোগান্তি আর নয়, ফেসবুক জানিয়েছে লেখা কাটাকুটি করা যাবে। ইউজাররা পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন।
যারা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন তাঁরা স্ট্যাটাসের ডান দিকে ক্লিক করে স্ট্যাটাস এডিট করতে পারবেন। স্ট্যাটাস এডিট করার সুবিধাটি ওয়েব ছাড়াও অ্যান্ড্রয়েডে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা পারছেন। শিগগিরই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করবে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, সব ফেসবুক ব্যবহারকারীর কাছে স্ট্যাটাস সম্পাদনার সুবিধা পর্যায়ক্রমে পৌঁছাবে। তাই এখনও যাঁরা এ সুবিধা পাননি তাঁদের অপেক্ষা করতে বলেছেন কর্তৃপক্ষ।
এর আগে ২০১২ সালে কমেন্ট বা স্ট্যাটাসের বিপরীতে লেখা মন্তব্য সম্পাদনার সুযোগ চালু করেছিল ফেসবুক।