ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন নোটিশ!!!
১৩ বছরের নীচে বয়েসী কেউ যাতে ফেসবুক ব্যবহার করতে না পারে সে বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের দিল্লীর একটি আদালত। সেই সাথে একে দন্ডনীয় অপরাধ হিসেবেও গণ্য করা হবে। আর এ রায়ের প্রেক্ষিতে সে সিদ্ধান্ত মেনে নিয়েছে ফেসবুক কতৃপক্ষ।
দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিডি আহমেদ এবং বিচারপতি বিভু বাখরুকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ফেসবুক কর্তৃপক্ষের প্রতি এই নির্দেশ দিয়ে বলেছেন, আদালত কর্তৃক ঘোষিত বিধি যাতে কঠোরভাবে মেনে চলা হয় তা নিশ্চিত করতে হবে ফেসবুককেই। ফেসবুক দ্রুত তার হোম পেজে একটি বাধ্যতামূলক ও বিধিবদ্ধ সতর্কীকরণ দিক যে, ১৩ বছর বা তার নীচে কারও বয়স হলে সে কোনওভাবেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে না।
বিচারপতিদের নির্দেশের পর ফেসবুকের আইনজীবী পরাগ ত্রিপাঠী জানান, আদালতের নির্দেশ আমরা মেনে নিচ্ছি। ফেসবুকের হোম পেজে এবার থেকে বিধিবদ্ধ সতর্কীকরণ ও নিয়মাবলী উল্লেখ থাকবে।
সূত্র: আনন্দ বাজার পত্রিকা