Published On: Sun, Sep 1st, 2013

ফেসবুকের সব বন্ধুর তোলা ছবি এক অ্যালবামে

Share This
Tags

সবার ব্যক্তিগত ক্যামেরায় একটি অনুষ্ঠান বা ঘটনার ভিন্ন ভিন্ন ছবি তুললেও তা ফেসবুকের একই অ্যালবামে যুক্ত করতে পারবেন। ফেসবুক সম্প্রতি গ্রুপ ফটো অ্যালবামের সুবিধা চালু করছে। ‘শেয়ারড ফটো অ্যালবাম’ ফিচারের মাধ্যমে ৬০ জনের বেশি সদস্য একই অ্যালবামে ছবি যুক্ত করতে পারবেন।facebook-logo
ফেসবুক ব্যবহারকারী যখন নতুন কোনো ফটো অ্যালবাম তৈরি করবেন, তখন ‘মেক শেয়ারড অ্যালবাম’ নামের একটি নতুন বাটন পাবেন। এ অ্যালবামে কারা ছবি যুক্ত করতে পারবেন, তাঁদের নির্বাচন করে দেওয়ার সুবিধাও থাকবে। প্রত্যেক সদস্য ২৫০  থেকে ১০ হাজার ছবি একটি অ্যালবামে যুক্ত করার সুবিধা পাবেন। প্রত্যেক সদস্যই ছবি ট্যাগ, সম্পাদনা ও শিরোনাম যুক্ত করতে পারবেন। অ্যালবাম যিনি তৈরি করবেন, তিনি প্রাইভেসি সেটিংস থেকে ঠিক করে দিতে পারবেন কারা এ অ্যালবামের ছবি দেখতে পারবেন।
নতুন ফিচার সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইটটিতে প্রতিদিন লাখো ছবি যুক্ত হচ্ছে। ফেসবুক বন্ধুদের মধ্যে ছবি শেয়ার করার সুবিধা আরও সহজ করতে নতুন ফিচার চালু করা হচ্ছে। কোনো বিশেষ অনুষ্ঠানের সব ছবি মিলিয়ে একটি বিশাল ছবির অ্যালবাম করার সুবিধা হবে এতে।

Leave a comment

You must be Logged in to post comment.