Published On: Fri, Jul 4th, 2014

ফাহমিদা নবীর ফেসবুক হুঁশিয়ারি!!!

Share This
Tags

Fahmida_Nabi1সামাজিক যোগাযোগ ওয়েব ফেসবুক নিয়ে ভীষণ যন্ত্রণাতে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। কে বা কারা নাকি এই তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছেন। এই কারণে চরম বিরক্ত তিনি। সেই বিরক্তির প্রকাশ হিসেবে হ্যাকারদের বিরুদ্ধে হুঁশিয়ারি করে গতকাল ফেসবুকে এক স্ট্যাটাসে ফাহিমদা নবী লেখেন, ‘একই প্রোফাইল পিকচার দিয়ে আবার ফেক আইডি চালাচ্ছ যে, হি অর শি…!!! কাজটা খুব খারাপ করছ। কারণ আমি তো আমি…তুমি তো আমি হতে পারবে না। মাইন্ড ইট…!’
ফাহমিদা নবী আরও বলেন, ‘সত্যিই আমি ভীষণ বিরক্ত। এভাবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক হ্যাক করার ব্যাপারটি খুবই নিন্দনীয়।এর আগেও কয়েকবার আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর বিভিন্ন উপায়ে তা ফিরেও পেয়েছি। কিন্তু এভাবে আর কত দিন? এভাবে তো চলতে দেওয়া যায় না। তাই ভাবছি, এবার সাইবার অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। ফেসবুক কর্তৃপক্ষকেও আমি বিষয়টি অবহিত করছি। দেখা যাক কী হয়।’

সূত্রঃ ইন্টারনেট                                                                                  ডেস্ক রিপোর্টঃ আদনান অনিন্দ্য

Leave a comment

You must be Logged in to post comment.