ফাহমিদা নবীর নজরুল সংগীতের অ্যালবাম
এবার নজরুল সংগীতের অ্যালবাম করছেন কন্ঠশিল্পী ফাহমিদা নবী। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার। সবগুলো গানের মিউজিক ট্রাক তৈরী হয়ে গেছে। এ মাসের শেষের দিকে গানগুলোতে কন্ঠ দেবেন ফাহমিদা।
নজরুল সংগীতের অ্যালবাম সম্পর্কে শিল্পী বলেন, রবীন্দ্র সংগীতের অ্যালবাম করা হয়েছে। কিন্তু নজরুলের গান করা হয়নি। অথচ তিনি আমাদের জাতীয় কবি তিনি। যেকারণে একটু দেরীতে হলেও শেষ পর্যন্ত জাতীয় কবির গান করতে যাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের জাতীয় কবির গান নিয়ে সবারই কাজ করা উচিত এটা ভেবে যে তিনি আমাদের নিজেদের মানুষ।
আর্টসেলের করা দূর্গম গিরি কান্তার মরু গানটি সম্পর্কে তিনি বলেন, নজরুলের বিদ্রোহী গানগুলোতে আসলে রক ঘরানাই ডিমান্ড করে। তিনি বলেন, নজরুলের গানের ওপর কোন কপিরাইটের ব্যপার থাকা উচিত নয়।
যেহেতু তার বই যে কেউ পড়তে পারেন এক্ষেত্রে তাকে কপিরাইটের ঝামেলায় পড়তে হয় না সেহেতু তার গান নিয়েও শিল্পীদের নিরীক্ষার অধিকার রয়েছে। তাহলেই সবক্ষেত্রে নজরুল চর্চা আরও প্রসারিত হবে।