Published On: Thu, Aug 1st, 2013

ফটোগ্রাফার জেমস

Share This
Tags

jহাতে গিটার নেই! তার বদলে ক্যামেরা! রকস্টার জেমস এখন রীতিমত ছবি তুলে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, গিটার ছাড়া ক্যামেরা হাতেই ফটোসেশন করেছেন জেমস।

সম্প্রতি বেশ কয়েকটি মিউজিক ট্যুরে তাকে ক্যামেরা হাতে দেখা গেছে। বিভিন্ন দর্শনীয় স্থানের ছবিও তুলে বেড়াচ্ছেন এই নগর বাউল। দেশে এবং দেশের বাইরে চলছে তার এই ফটোগ্রাফি।

লন্ডনে প্রবাসী শিল্পীর সাথে ফটোগ্রাফি করার সময় নিজেও সঙ্গীদের ক্যামেরার সামনে ক্যামেরা হাতে পোজ দিয়েছেন। সে ট্যুরে সমুদ্র সৈকতে বেশকিছু দর্শনীয় ছবিও তুলেছেন এই জনপ্রিয় গায়ক। আর এখন প্রায় প্রতিটি ট্যুরেই গিটারের সাথে সঙ্গী হচ্ছে ক্যামেরা।

রকস্টার বলে কথা! নিজের ইচ্ছে খেয়াল আর ভালো লাগাই সব। মেকি জীবনের ধার-ধারেন না তিনি। তাই এই জাতশিল্পীর শিল্প মনে কত রংই যে ছুঁয়ে যাবে তা উল্লেখ না করলেও চলে। এখন নতুন এই ফটোগ্রাফারের ছবিগুলো দেখার জন্য মুখিয়ে আছে ভক্তরা। কারন ‘গুরু’ যা করে সবই যে ভালো লাগে।

 

 

Leave a comment

You must be Logged in to post comment.