‘প্রেম’ ছাড়ুন ওজন কমাতে চাইলে!
মানুষ ওজন কমানোর জন্যে কত কিছুই না করে। কিন্তু ছোট্ট একটা কাজ করলেই তো হয়ে যায়, শুধু প্রেম করা ছেড়ে দিলেই তো চলে! গবেষকরা তেমনই জানাচ্ছেন।
প্রেমে পড়লে নাকি ওজন বাড়ে। সম্প্রতি করা এক গবেষণায় জানা গেছে এ তথ্য।
গবেষকরা জানান, প্রেমে পড়লে মানুষের মন ফুরফুরে থাকে। এছাড়া প্রেমে পড়লে মানুষ ভালো ভালো খাবার খায়, ডেটিংয়ের সময় দেয়ায় ছুটির দিনগুলোতে ব্যায়াম করারও সময় থাকে না। ঘুমও হয় ভাল। এসব কারণেই মানুষ মোটা হয়ে যায়।গবেষণায় দেখা গেছে, প্রেমে পড়লে প্রেমিকযুগলের ওজন বাড়ে।
মানুষ যখন প্রেমে পড়ে তখন তারা আত্মতুষ্টিতে থাকে। ঘুম ও খাওয়া দাওয়া বেড়ে যায়। ফলে প্রেমে পড়ার পর মানুষের ওজন বেড়ে যায়।
ওই গবেষণায় দেখা গেছে, বর্তমানে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাইরে খেতে যাওয়া এখন প্রেমেই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটাও ওজন বাড়ার একটি অন্যতম কারণ।