প্রধানমন্ত্রী সাকিবকে দেখতে হাসপাতালে যান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌছান। সেখানে সাকিব আল হাসানের সাথে তিনি দেখা করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে। ১০ মিনিট অবস্থানের পর প্রধানমন্ত্রীর বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।
সাকিব আল হাসান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অ্যাপোলো হাসপাতালের আশেপাশের এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।