পুলিশের কড়া নিরাপত্তা নয়াপল্টনজুড়ে
আজ শনিবার সকাল থেকেই নয়াপল্টনের পুরো এলাকাজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ কার্যত অবরুদ্ধ নয়াপল্টন। নিরাপত্তা বলয়ের সূত্র ধরে ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। এদিকে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের জলকামান ও সাজোয়া যান অবস্থান করছে। একই সাথে বিএনপি কার্যালয়ের আশপাশের গলির রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। এদিকে সকাল থেকে কাকরাইল-ফকিরাপুলগামী রাস্তা দিয়ে যাওয়া রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়াও অন্য কোনো যানবাহন নয়াপল্টনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।