Published On: Tue, Jul 23rd, 2013

পুত্র সন্তানের মা হয়েছেন ক্যামব্রিজ রাজবধূ কেট মিডলটন

Share This
Tags

imagesইংল্যান্ডের ডাচেস অব ক্যামব্রিজ রাজবধূ কেট মিডলটন পুত্র সন্তানের মা হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে তিনি সেন্ট ম্যারি হাসপাতালে ফুটফুটে ওই সন্তানের জন্ম দেন। রাজবধূকে খুব দক্ষ মেডিকেল টিম দেখাশোনা করেন। এদের দায়িত্বে ছিলেন রানী এলিজাবেথের সাবেক গাইনোকলোজিস্ট মার্কাস সেচেল। এ খবরে রাজপরিবারে খুশীর বন্যা বয়ে যায়।এর আগে কেট মিডলটনের স্বামী উইলিয়ামের সাথে এক গাড়িতে করে রাজবাড়ি থেকে পশ্চিম লন্ডনের পেডিংটনের সেন্ট ম্যারি হাসপাতালে যান। তবে এই দম্পতি নিজেদের সন্তানের লিঙ্গপরিচয় জানার চেষ্টা থেকে বিরত থেকেছেন।

Leave a comment

You must be Logged in to post comment.