Published On: Mon, Apr 15th, 2013

পদত্যাগ করতে পারেন লাখদার ব্রাহিমি

Share This
Tags

রুশ সংবাদ সংস্থা ইতার-তাস’র উদ্ধৃতি দিয়ে আল মানার জানিয়েছে, জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রতিবেদন জমা দিয়েছেন তাতে সিরিয়া বিষয়ে আরব লীগের প্রতি তার চরম মত পার্থক্যের কথা জানানো হয়েছে। তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।আগামী ১৮ এপ্রিল প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে।

Lakhdar Brahimi

কায়রোর কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গনমাধ্যমে বলা হচ্ছে, ব্রাহিমি আগামী ১৮ এপ্রিলের আগে তার সিদ্ধান্ত ঘোষণা করবেন। কেউ কেউ বলছেন, আরব রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে মারাত্মক মতানৈক্য দেখা দেয়ার পর তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। সম্প্রতি, কাতারের রাজধানী দোহায় আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার সরকার বিরোধী জোটকে এ সংস্থার সদস্য পদ দেয়া হয়েছে। এ ছাড়া, সিরিয়ার বিদ্রোহীদের জন্য সামরিক সহায়তা দেয়ার বিষয়েও আরব লীগ অনুমোদন দিয়েছে।একটি বিদ্রোহী গোষ্ঠীকে আরব লীগের সদস্য পদ দেওয়াকে ভালভাবে নিতে পারেননি লাখদার ব্রাহিমি।

কায়রোর কূটনৈতিক সূত্রগুলো বলছে, লাখদার ব্রাহিমি তার পদত্যাগপত্রে সিরীয় রাষ্ট্র এবং সমাজকে ধ্বংস করার জন্য আরব লীগকে অভিযুক্ত করছেন। এ ছাড়া, সিরিয়াকে সর্ব-আরব শক্তি হিসেবে দুর্বল করার জন্য তিনি আরব রাষ্ট্রগুলোকেও দায়ী করেন।

সূত্র : দ্য হিন্দু, রেডিও তেহরান।

Leave a comment

You must be Logged in to post comment.