Published On: Sat, Jul 27th, 2013

পতিতা ও খদ্দেরের বিয়ে!

Share This
Tags

1444অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে এবার এক পতিতাকে বিবাহ করতে বাধ্য হলেন এক খদ্দের। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্যারাডাইজ হোটেলে এ ঘটনা ঘটে। হোটেলটিতে অভিযানকালে ভ্রাম্যমান আদালত গার্মেন্ট কর্মী পতিতা সুমী ও খদ্দের নাজমুলকে আটক করে।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম  জানান, আদালত হোটেলটি অভিযান চালিয়ে হোটেল থেকে দুই যৌনকর্মী ও ছয় খদ্দেরকে আটক করেছে।

এদের মধ্যে গার্মেন্ট কর্মী পতিতা সুমী ও খদ্দের নাজমুলকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা সিদ্ধান্ত নিয়েছে আদালত।

Leave a comment

You must be Logged in to post comment.