নয়াদিল্লীসহ উত্তর ভারতে প্রবল বর্ষণ, ৬০ জনের প্রাণহানি
৫৩ বছরের রেকর্ড ভেঙ্গে নির্ধারিত সময়ের প্রায় সপ্তাহ দুয়েক আগেই বর্ষার আগমণ ঘটেছে ভারতের রাজধানী দিল্লীসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে।
রবিবার থেকেই মুষল ধারার বৃষ্টিতে যমুনার পানির স্তর বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। ইতোমধ্যেই ডুবে গেছে রাজধানীর বেশ কিছু এলাকা। তলিয়ে গেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরও।
গত সপ্তাহে টানা বৃষ্টিতে বাণিজ্যনগরী মুম্বাইয়েরও বেশ খানিকটা এলাকা পানিতে সয়লাব হয়ে যায়। বৃষ্টির পানি জমে থাকায় এখনও বিপর্যস্ত মুম্বইয়ের উপ-শহরীয় রেল ও ওয়েস্টার্ন রেল পরিষেবা। পুনেতে দেয়াল ধসে তিন মহিলার মৃত্যু হয়েছে।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মুম্বইয়ের বহু এলাকা ঢলের পানিতে তলিয়ে গেছে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা-যমুনাসহ একাধিক নদী। এ পর্যন্ত অন্তত ৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে আছে।
দেশটির আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, জুলাইয়ে ১০১ শতাংশ বৃষ্টি হবে পুরো ভারতজুড়ে। আগস্টে তা কমে হবে ছিয়ানব্বই শতাংশ। তবে এখনই বৃষ্টি থামার কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর।