নৌকাডুবিতে ফিকে হলো বৈশাখের আনন্দ
রাজশাহীর চারঘাটে রোববার নববর্ষ উপলক্ষে পদ্মার চরে ভ্রমণ শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীর চারঘাটে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে সোমবার সকালের দিকে তিনটি মরদেহ পদ্মায় ভেসে উঠলে তা উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, সারদার গ্রামের আমিনুল ইসলামের দুই ছেলে মুক্তি (১১) ও আশিক (১৩) এবং গুলসারপুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫)।মুক্তারপুর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে তুরিন (৮) এখনো নিখোঁজ রয়েছেন।
একই দিন সন্ধ্যা ৬টার দিকে মাঝপদ্মায় ছোট একটি নৌকা ডুবে যায় ১৮ জন যাত্রী নিয়ে । দুর্ঘটনার পর নৌকার আরোহীদের মধ্যে কয়েকজন সাঁতার কেটে এবং কয়েকজনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও চারজন নিখোঁজ থাকেন।