নেইমারের শুরুটা জমল না
স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচটা জমল না নেইমারের। মাঠে নেমে গোল পেলেন না ব্রাজিলের নতুন মহাতারকা। বদলি হিসেবে নেমে খেললেন মাত্র ১২ মিনিট।
তবে নেইমার বলে দিয়েছেন, “বার্সেলোনার হয়ে অভিষেক ঠিক স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এতেই খুব খুশি।”
নেইমার নামার আগে মেসি উঠে গিয়েছিলেন। তবে গোল করে। তা সত্ত্বেও পোল্যান্ডের লেচিয়া গাস্ক ক্লাবের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে বার্সা জয় পেল না। ২-২ ড্র হল।
অ্যালেক্সি স্যাঞ্চেজের পরিবর্তে ৭৮ মিনিটে মাঠে নামেন নেইমার। তার কয়েক মিনিট আগেই বার্সার দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরানো মেসিকে তুলে নেওয়া হয়। কিন্তু প্রথম ম্যাচে বার্সার রাজপুত্রের পাশাপাশি খেলার সুযোগ মেলেনি ‘ওয়ান্ডার কিড’-এর ।