নিশার অজান্তেই…প্রকাশ হল তার ছবি
দক্ষিণ ভারতে গত দুই বছর কাজ করার ফলে বলিউডে বেশ অনিয়মিত হয়ে পড়েছিলেন নায়িকা নিশা কোঠারি। যদিও বিষয়টি নিয়ে তার কোন মাথাব্যথা নেই। এদিকে নতুন খবর হলো, সম্প্রতি এ নায়িকা একটি নগ্ন ফটোশুটে অংশ নিয়েছেন। এখানে নামমাত্র পোশাক পরে একেবারে খোলামেলাভাবে পোজ দিয়েছেন তিনি। নিজ উদ্যোগেই তিনি এমন ব্যক্তিগত ফটোশুট করেছেন। তবে এখনই ছবিগুলো প্রকাশের কোন ইচ্ছা ছিল না নিশার। তার অজান্তেই সেই শুটের দুটি ছবি ইন্টারনেটে প্রকাশ পেয়ে গেছে। সাদা দুই টুকরো কাপড় পরা এ ছবিগুলো মুছে ফেলার জন্য গুগলের কাছে আবেদনও করেছেন তিনি। এদিকে এই ছবি থেকে একটি ছবি আবার ভারতের একটি পত্রিকাতেও ছাপা হয়ে গেছে। এ বিষয়ে নিশা কোঠারি বলেন, ছবিগুলোর এ কাজটি কে করলো তা আমি বুঝতে পারছি না। তবে কাছের কেউই হবে। কারণ, অনেক গোপনীয়তা বজায় রেখেছিলাম ছবিগুলোর ব্যাপারে। যাই হোক, এমন ছবি আমার অনুমতি ছাড়া মিডিয়ায় ছাপাও বোধহয় ঠিক না। বিষয়টি মেনে নিতে পারছি না।