নির্বাচনে হেরে ওয়াটার প্লান্টের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে: মেয়র আরিফ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী সরকারে দুঃশাসন থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণের কারণে উন্নয়নের বদলে দেশে সীমাহীন লুটপাট চলছে। সরকারের পায়ের নিচে এখন মাটি নেই। ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে ভরাডুবিতে সরকার দিশেহারা হয়ে পড়েছে। মেয়রদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন বাস্তবে কাজ চলছে তার উল্টো। দলীয় মেয়র প্রার্থীরা পরাজিত হওয়ায় বিরোধী দলীয় নির্বাচিত মেয়রদের কিভাবে ক্ষমতা খর্ব করা যায়, কিভাবে দায়িত্ব দেয়া না যায়, কিভাবে উন্নয়নের সুযোগ দেয়া না যায় তার নীল নকশা ও ষড়যন্ত্র সরকার একের পর এক করে যাচ্ছে। সিলেট বাসীর রায়ের প্রতি নাখোশ হয়ে সরকার নগরীর ওয়াটার প্লান্টের কাজ বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ঈদের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা দেবেন। এতে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে নগরীর সুবিদবাজারস্থ একটি হোটেলে সিলেটস্থ সুনামগঞ্জ-১ আসন জাতীয়তাবাদী ফোরাম (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর) আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফোরামের আহবায়ক আফজল হোসেন স্বপনের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ রফিক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন চৌধুরী জাবেদ, মহানগর বিএনপি নেতা ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী ভূট্টু, ফারুক আহমদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম, তাহিরপুর সমিতি সিলেট এর সভাপতি শওকত হাসান তালুকদার নবাব, ধরমপাশা উন্নয়ন ফোরামের সভাপতি আল আমিন, কাশ্মীর রেজা, রথীন্দ্র কুমার দাশ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আওয়াল মিসবাহ, বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইমান আলী ইমন, হুমায়ুন কবীর, সুহেল আহমদ জুয়েল, ফোজায়েল আহমদ রানা, তোফায়েল আহমদ তালুকদার, তোজাম্মিল হক নাসরুম, আসাদ নূর, মোহাম্মদ জিলানী, আবির আহমদ, নজমুল কবির চৌধুরী, সাবেরা চৌধুরী, ইমরান হোসেন রুবেল, আক্তার হোসেন, ইকবাল আহমদ, আব্দুল লতিফ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এস এম খায়রুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাহমুদুল হাসান নাঈম।