Published On: Wed, Dec 9th, 2015

নিরাপত্তাহীনতায় লিংকডইন

Share This
Tags

linked in

লিংকডইন ব্যবহারকারীদের পেশাগত তথ্য হাতিয়ে নিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে ফিশিং মেইল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। বর্তমানে স্প্যামারদের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে পেশাজীবীদের জনপ্রিয় এ সামাজিক যোগাযোগের সাইট। জানিয়েছে নিরাপত্তাপ্রতিষ্ঠান সিমেন্টেক। প্রতিষ্ঠানটির তথ্য মতে, শুরুতে স্প্যামাররা প্রকৃত লিংকডইন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে। এরপর সেই ব্যক্তির পরিচিতি ব্যবহার করে তার সঙ্গে যুক্ত অন্য ব্যবহারকারীদের ই-মেইল বা ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। শুধু তাই নয়, এসব তথ্য কাজে লাগিয়ে ফিশিং মেইল পাঠানো হয়। ভুয়া লিংকডইন অ্যাকাউন্টগুলোর বেশির ভাগই চাকরিদাতা পরিচয়ে তৈরি করা হয়। এ ছাড়া ‘সেল্ফ এমপ্লয়েড’ বা নারী কর্মজীবীদের ছবি কাজে লাগিয়েও এমনটি করা হয়। তাই পরিচয় নিশ্চিত না হয়ে অপরিচিত লিংকডইন ব্যবহারকারীদের নিজের নেটওয়ার্কে যুক্ত না করতে পরামর্শ দিয়েছে সিমেন্টেক। বর্তমানে লিংকডইন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি।

Leave a comment

You must be Logged in to post comment.