Published On: Thu, Aug 1st, 2013

নিজেকে অন্তঃসত্বা জানার মাত্র ১৫ ঘন্টার মধ্যেই বাচ্চা প্রসব

Share This
Tags

3403_mপ্রতিনিয়ত বিশ্বজুড়ে অনেক অবাক করার মত ঘটনা ঘটে চলেছে।কিন্তু নিজেকে অন্তঃসত্বা জানার মাত্র ১৫ ঘন্টার মধ্যেই বাচ্চা প্রসব করার ঘটনা এই প্রথম ঘটেছে।এই আশ্চর্য ঘটনার খবর প্রকাশ করেছে মিরর নিউজ। এই খবরে সারা বিশ্বেই হইচই লেগে গেছে।

৪১ বছর বয়স্ক এমান্ডা রোস পেটের ভেতরে অস্বাভাবিক নড়াচড়ার অভিযোগ নিয়ে শরনাপন্ন হন চিকিৎসকের। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা শেষে জানান তার পেটে বাচ্চা আছে।

অথচ পেটের ভেতরে বাচ্চা বেড়ে ওঠা ঘুণাক্ষরেও টের পাননি এমান্ডা রোস! বিস্ময়ে হতবাক রোস অবশ্য দেরি না করেই ডাক্তারের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হন এবং মাত্র ১৫ ঘন্টা পরেই সিজারিয়ান পদ্ধতিতে তার বাচ্চা বের করে নিয়ে আসে ডাক্তাররা।

সিজারের পর মা ও সন্তান দু’জনেই সুস্থ্য আছে জানিয়েছেন চিকিৎসকরা। এই সন্তানের জনক পল ডিন পুরো ঘটনার প্রতিক্রিয়ায় মিরর-কে বলেন,বাচ্চাটা ওর পেটের ভেতর এলো কি করে! আমি এখনও বিস্মিত!

Leave a comment

You must be Logged in to post comment.