Published On: Thu, Jun 27th, 2013

নারী দিয়ে ম্যাচ পাতানো

Share This
Tags

shadowফিক্সিং বিষে আক্রান্ত দুনিয়ার অনেক খেলা। বহু বছর ধরেই ফুটবল দুষিত ফিক্সিংয়ে। দামি উপহার এবং নগদ টাকায় ফিক্সিংয়ে জড়িয়ে থাকেন খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালরা। কিন্তু এশিয়ার ফুটবলে ঘটেছে অন্য ঘটনা, নারী সঙ্গ নিয়ে ম্যাচ পাতাতে গিয়ে ধরা পড়েন তিনজন রেফারি। সিঙ্গাপুরে এজন্য দুজন সহকারী রেফারির জেলও হয়েছে।

সিঙ্গাপুরের জেলা জজ আদালত লেবাননের দুই রেফারি ৩৩ বছর বয়সী আলি ঈদ এবং ৩৭ বছর বয়সী আব্দুল্লাহ তালেবকে তিন মাসের জেল দিয়েছে অভিযোগ প্রমাণ হওয়ায়। আরেকজন আলি আবাহ’র বিচার চলছে।

সিঙ্গাপুরের তামিপিনেস ও ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবের খেলায় ফিক্সিং করতে তারা রাজি হয়েছিলেন যৌন উষ্ণতার বিনিময়ে। কিন্তু খেলার আগেই তাদের প্রত্যাহার করে নেয়া হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a comment

You must be Logged in to post comment.