Published On: Sun, Apr 14th, 2013

নববর্ষে বদলে গেছে রাজপথ

Share This
Tags

worlds_largets_alpona_painting_bangladesh_1আজযাঁরা যাবেন মানিক মিয়া অ্যাভিনিউতে, তারা অবাক হয়ে দেখবেন বদলে গেছে এই রাজপথ সারারাত ধরে গতকাল দেশের তরুণ প্রজন্মের শ তিনেক শিল্পী আরআঁকাজোঁকায় উসাহীরাআলপনায় রাঙিয়ে দিয়েছেন এই রাজপথ নববর্ষকে স্বাগত জানিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আলপনা আঁকার এই উদ্যোগ শুরু হয়েছিল গত বছরসেই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হলো সড়কটির মাঝের বিভক্তি রেখার উভয় পাশে প্রায়তিন লাখ বর্গফুটজুড়ে আলপনা আঁকার উসবআয়োজনে সহায়তা দিয়েছে বার্জারপেইন্টস, এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশনআঁকায় সহযোগিতা করেছেন প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা

Leave a comment

You must be Logged in to post comment.