নতুন সন্তান আসছে শাহরুখ-গৌরির!
দুই বছর আগে সারোগেসির দ্বারা পুত্রসন্তান লাভ করেছেন বলিউডের অন্যতম হাই প্রোফাইল জুটি আমির-কিরণ। সেই পথেই এবার হাঁটতে চলেছেন শাহরুখ-গৌরি দম্পতি।
জানা গেছে আমির-কিরণের চিকিৎসকের তত্ত্বাবধানেই শাহরুখদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। ঘনিষ্ঠ সূত্রে খবর, আমির-কিরণের মতই নতুন পুত্রসন্তান আসতে চলেছে শাহরুখ-গৌরির জীবনে। সুত্র-জি নিউজ
নিজেদের বাংলো মান্নাত ও নতুন করে সাজাচ্ছেন গৌরি। শাখরুখ-গৌরির ছেলের বয়স এখন ১৫, মেয়ে সুহানার বয়স ১৩। খবর সত্যি হলে তাঁদের জীবনে আসতে চলেছে তৃতীয় সন্তন।