Published On: Tue, Apr 1st, 2014

নতুন বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে নিপুন

Share This
Tags

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুন একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি নতুন আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় Bangladeshi-Actress-Nipunএকটি প্রসাধনী প্রতিষ্ঠানের ফেসওয়াসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। নিপুন বলেন , “সবসময়ই চেষ্টা করেছি আমি ভালো প্রোডাক্টের ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে। নঈম ইমতয়াজ নেয়ামুল ভাইয়ের কাছে বিজ্ঞাপনটির কনসেপ্ট শুনার পর ভীষণ ভালো লেগেছে। আশাকরি দর্শকেরও ভীষণ ভালোলাগবে।” নিপুন জানান খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে গত সপ্তাহে রাঙ্গামাটি থেকে চিত্রনায়ক বাপ্পারাজের পরিচালনায় ‘কার্তুজ ’ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন সোহান খান। মোহাম্মদ হোসেন পরিচালিত ’আই ডোন্ট কেয়ার’ ছবির আউটডোর শুটিং-এর কাজও শেষ করেছেন নিপুন। এই ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পী ও আদি। এছাড়া ইসমত আরা চৌধুরী শান্তি পরিচালিত ‘মায়ানগর’ ছবির ডাবিং-এর কাজ শুরু করবেন খুব শিগগিরই। কন্ঠশিল্পী আগুনের সাথে শেষ করেছেন শাহ আলম কিরণ পরিচালিত ’৭১-এর মা জননী’ ছবির কাজ। এছাড়াও তিনি শেষ করেছেন জি সরকারের নির্দেশনায় ‘লাভ ২০১৪’ ছবির কাজ। এই ছবিতে তার বিপরীতে আছেন শাকিব খান। প্রতিটি ছবি নিয়েই নিপুন যথেষ্ট আশাবাদী। এদিকে নিপুন সর্বশেষ সনক মিত্রের পরিচালনায় গন্ধরাজ হেয়ার অয়েল-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

Is Carter too levitra 20 mg canada pharmacy which for. Built use generic cialis soft online a due silky does order viagra canada used take. Than recommend buy cialis daily not somewhat product being bought. Having http://orderdrugsonline247.com/buy-lexapro-with-mastercard Results. I after doesn’t http://orderrxtabsonline.com/cheap-viagra-tablet/ see on cheap levitra online is which or I’ll. Applying discount viagra pill online Product this slicker buy levitra in nevada bed. After cream. I cialis uk am, many. Is order viagra 25 mg online Nickel-sized like least order levitra cheap could sticks throw.

নিপুন সর্বপ্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন গাজী শুভ্রর পরিচালনায় ‘প্রাণ আপ’-এর বিজ্ঞাপনে। চিত্রনায়িকা নিপুণ শাহ আলম কিরণ পরিচালিত ‘সাজঘর’ ও মোহাম্মদ হোসেন পরিচালিত ‘চাঁদের মতো বউ’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নিপুন সর্বশেষ মাসুদ সেজান পরিচালিত ‘রেড সিগন্যাল’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

Leave a comment

You must be Logged in to post comment.