নতুন কোন গান শুনলে তা মস্তিষ্কের জন্য ভালো !!!
নতুন কোন গান শুনলে তা মস্তিষ্কের জন্য ভালো বলে জানালেন গবেষকরা। শ্রোতা যতবেশি গানটি উপভোগ করবে, মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকুমবেনস অংশটিও উদ্দিপ্ত হয়।নতুন এ গবেষণাটি সম্প্রতি প্রকাশ পেয়েছে বিজ্ঞান বিষয়ক এক জার্নালে।
টরেন্টোর রোটমান রিসার্চ ইন্সটিটিউটের গবেষক ড. ভেলোরি সালিমপুর বিবিসি’র এক বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে বলেন, “নিউক্লিয়াস অ্যাকুমবেনস অংশটি পুরস্কার প্রাপ্তির সুখানুভূতির সাথে সংযুক্ত।” তিনি আরও বলেন, “কিন্তু মিউজিক বা গান হচ্ছে বিমূর্ত বিষয়। এর মানে এই নয় যে কেউ খুব ক্ষুধার্থ আর আর এক টুকরো খাবার পেয়ে সে খুব খুশি হয়ে গেলো খেতে পারবে বলে।” কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি খুব উত্তেজিত হয়ে পরেন গানের মতো বিমূর্ত কিছুর জন্য যে, এর পর কী আসছে তা ভেবে।
আর এ গবেষণাটি করা হয় ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মন্ট্রিয়াল নিউরোলজিকাল সেন্টারে। এখানে ১৯ জন স্বেচ্ছাসেবককে তাদের পছন্দ মতো ৬০ টি গান শুনতে দেওয়া হয়। এরপর এ সিদ্ধান্ত নেওয়া হয়।