Published On: Mon, May 19th, 2014

নতুন অ্যালবাম জ্যাকসনের

Share This
Tags

111মৃত্যুকে ফাঁকি দিতে পারেননি৷ পারে না কেউই৷ সেই মাইকেল জ্যাকসনের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগ মুহূর্তে মুক্তি দেওয়া হলো তাঁর নতুন অ্যালবাম এক্সকেপ৷ কিংবদন্তি এই শিল্পীর অপ্রকাশিত গানগুলো সংকলিত করে বানানো হয়েছে এই অ্যালবাম৷ এটি প্রযোজনা করেছে এপিক রেকর্ডস ও এমজেজে মিউজিক৷ অ্যালবামটিতে আছে আটটি গান৷ মৃত্যুর পর এটি জ্যাকসনের দ্বিতীয় অ্যালবাম৷ ২০১০ সালে মুক্তি পেয়েছিল মাইকেল শিরোনামের প্রথম অ্যালবামটি৷

Leave a comment

You must be Logged in to post comment.