Published On: Sat, Nov 21st, 2015

নজরদারিতে বিকল্প ফেসবুক ব্যবহারকারীরা : তারানা হালিম

Share This
Tags

tarana halim নির্দেশে বন্ধ থাকার পরও যারা বিকল্পপথে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ভাইবার ব্যবহার করছেন, তারা সরকারের নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, সাময়িকভাবে বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের সীমিত ব্যবহারকারীদের ওপর নজর রাখা সরকারের জন্য সহজ হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’ আয়োজিত মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারানা হালিম বলেন, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যম খোলা হবে কবে- এমন প্রশ্ন রয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে মাধ্যমগুলো বন্ধ। কিন্ত যারা বিকল্পপথে এ সব ব্যবহার করছেন, সেটি তারা নিরাপদভাবে ব্যবহার করছেন না। সীমিত ব্যবহারকারী বলে আমাদের মনিটরিং করা সহজ হচ্ছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগের এ সব মাধ্যম কবে খোলা হবে- সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, জনস্বার্থ ও জননিরাপত্তার স্বার্থে যতদিন বন্ধ থাকা প্রয়োজন, ততদিন বন্ধ থাকবে এ সব মাধ্যম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন বলবে, নিরাপত্তা নিশ্চিত করা গেছে, তখন এ সব যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হবে। তিনি বলেন, মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম রেজিস্ট্রেশন ও সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশন জরুরি। এপ্রিলে সিম রেজিস্ট্রেশনের কাজ শেষ হবে। এরপর সেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। সেমিনারে আরও অংশ নেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, র‌্যাবের কমিউনিকেশন উইং পরিচালক কমান্ডার শাহেদ করিম প্রমুখ।

Leave a comment

You must be Logged in to post comment.