Published On: Mon, Jul 22nd, 2013

নগ্ন শরীর দেখিয়ে ডাকাতি!

Share This
Tags

girl_shadow.gif_480_480_0_64000_0_1_0নগ্ন শরীর দেখিয়ে ডাকাতি করলো এক নারী ও তার সহযোগী। আর এই অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

সুইমিংপুলে এক নারী তার নগ্ন শরীর দেখিয়ে এক লোকের মনোযোগ আকর্ষণ করে, অন্যদিকে ঐ নারীর সহযোগী পুরুষটি তখন সেই লোকের বাড়ি থেকে অস্ত্র, গহনা এমনকি ঔষধসহ দামী জিনিসপত্র হাতিয়ে নেয়।

জানা গেছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের টেনিসির ক্রসভাইলে অবস্থিত ৫৪ বছর এক বয়স্ক লোকের বাড়িতে যায় লুটেরা এই জুটি। তারপর বাড়ির মালিককে সুইমিং পুলে গোসল করার আবদার জানায়।আর এর পরপরই ৩০ বছর বয়সী ঐ নারী নগ্ন হয়ে সুইমিংপুলে নেমে পড়ে। কিছুক্ষণ পর তার সঙ্গের লোকটি সিগারেট আনার নাম করে সরে পড়ে। বাড়ির মালিক যখন পুলের পাশে এক চেয়ারে বসে প্রায় ২০ মিনিট ধরে ঐ নগ্ন নারীকে দেখতে থাকেন, এরই ফাঁকে সঙ্গী পুরুষটি বাড়ির মালামাল হাতিয়ে নেয়।

পুলিশ রিপোর্ট অনুযায়ী বাড়ির মালিকের অস্ত্র, গহনা, ঔষধ সহ মোট ১২০০ ডলারের মালামাল খোয়া গেছে।

Leave a comment

You must be Logged in to post comment.