Published On: Mon, Sep 23rd, 2013

নকিয়ার অ্যান্ড্রয়েড ফোন !

Share This
Tags

android-nokiaনকিয়া বাজারে আনছে অ্যান্ড্রয়েড ফোন। নকিয়া ও মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন যৌথভাবে এই ফোন বাজারে নিয়ে আসছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটি সূত্রে এই তথ্য জানা গেছে।

অনেক আগে থেকেই নোকিয়া অ্যান্ড্রয়েড ফোনের চিন্তা করছিল। কিন্তু অ্যান্ড্রয়েডের বয়স অনেক দিন হয়ে গেলেও নকিয়া তাদের ফোনে অ্যান্ড্রয়েড যোগ করতে পারেনি। তবে এবার তারা তাদের ‘আশা’ সিরিজের পরিবর্তে নতুন ‘অ্যান্ড্রয়েড’ সিরিজ বাজারে আনছে।

কিন্তু নকিয়ার অ্যান্ড্রয়েড ফোনে অন্য অ্যান্ড্রয়েডের মত পারফর্মেন্স পাওয়া যাবেনা। এই ফোনে স্নাপড্রাগন ২০০ প্রসেসর ব্যবহার করা হবে। যার গতি হবে ১.৪ গিগা হার্টজ।

ফক্সকনের সাথে ইতিমধ্যে ১০ হাজার ফোনের চুক্তি করেছে নকিয়া। কবে নাগাদ নকিয়ার অ্যান্ড্রয়েড বাজারে পাওয়া যাবে, তা এখনো জানা যায়নি।

Leave a comment

You must be Logged in to post comment.